দায় ও বিদায়(19-01-2020)
রণজিৎ মাইতি
-------------
দায় থাকেনা বলেই বিদায় অনেক সহজ হয়ে যায়।
যেমন তেপান্তরের মাঠে চারণ উদাসী বাউলের,হাতে একতারা
কিংবা শূন্য আকাশে খেচর।

আমরাও খধূপে আসক্ত
দায় থাকে না বলে নির্দিধায় চলে যেতে পারি
শূণ্য পুড়িয়ে,শূণ্য হাসিয়ে কাঁদিয়ে
এবং ভাসিয়ে ভাসিয়ে অর্জিত খড়কুটো যতো
সাংখ্য যোগ বৈশেষিক বেদ বেদান্ত
একক মানুষও সংগঠিত বাণীআত্মায় হয় হরিহর

উফঃ,ডুবের আর এক অর্থও তো পূর্ণ নিমজ্জন,
যেমন রাহু গ্রাসে সমগ্র শশীকলা!
ঘন ঘোর,রাতের গভীরে যেনো সূর্যের প্রগাঢ় প্রণয়
নিশিদিন হেসেখেলে শেষ রাতে এসে কেউ জ্বালে কি প্রদীপ?
সলতের উসখুস,তবু উপকূলে আরতীর নৈবেদ্য সাজায় কোনও আরিত্রীক
জেনে বুঝে চূড়ান্ত সলিলসমাধি!

আহা যার দায় নেই,গোবেচারা
তার ভিন্ন কোনও দায়িত্বও নেই
সেই পারে অন্তরে অন্তরে,ভবঘুরে ও ছিন্নমূলপায়ে অন্ত ও অনন্তের প্রতিনিধি হতে
গুডবাই,টা টা,এটুকুই সবচেয়ে সহজ ফিলগুড !