দাড়কাক
রণজিৎ মাইতি
-------------
দেখতে পাখির মতো,তবু পাখি নয়;
পালকের আড়ালে যার লোভের আশ্রয়।।
মরসুমী বৃষ্টিতে যিনি মেলেনা কলাপ;
দেখতে ময়ূর হলেও,আসলে দাড়কাক।।

(08-01-22)