ডাক্তার
রণজিৎ মাইতি
-------------
আমার সুস্থ হৃদয়টি হঠাৎ বিগড়ে গেলো;
আপনজনেরা বললেন,-- 'শিগগির যা হৃদয়বিশারদের কাছে।'
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে যখন আমি হেঁপো রুগি;
কাছের মানুষেরা জোর করে পাঠালো ব্রঙ্কোলজিষ্টের কাছে।
একসময় কিডনিতে পাথর জমেছিলো,
তখনও আত্মিয়স্বজনের পরামর্শে ছুটলাম নেফ্রোলজিষ্টের কাছে।
এইভাবে কখনো ছুটেছি এণ্ডোক্রিনোলজিষ্ট,
কখনো সাইক্রিয়াটিষ্টের কাছেও।
তাঁদের শুশ্রুষায় আমি এখনও দিব্বি হাঁটছি ফিরছি,
নিচ্ছি বিশুদ্ধ শ্বাস প্রাণভরে।

কিন্তু এখন অপমানের দগদগে ক্ষতে আমি জেরবার।
এমন কোনও বদ্যি নেই,যিনি অসুখী মানুষটিকে সুস্থ করে তুলবেন!
তাই আপন জীবন দেবতার কাছে হত্যে দিলাম।
কেউ যেনো কানে কানে বললো- 'বাছা,বাছা রে,পরমহংসের পদতলে বসে পড়।
তিনিই আধুনিক চরক-শুশ্রুত,জীবনের শ্রেষ্ঠ শুশ্রুষা।'