ডাকাডাকি
রণজিৎ মাইতি
-------------

তুমি উৎসবের ডাক দিয়েছো?
দিতেই পারো ডাক!
গরু যেমন হাম্বা ডাকে,
কা কা ডাকে কাক।

নাকে সর্ষে তেল দিয়ে
যারা ডাকেন নাক,
তাদেরই ঘুম ভাঙাতে
এই অনশনের ডাক।

যারা ছিঃছিঃ ডাকে তোমার ডাকে
ডাকুক ইচ্ছে মতো;
ডাকাডাকির এই অধিকার
সংবিধান সম্মত।

তোমার উৎসব আমার উৎশব
মোটেই দুটি এক নয়;
তোমার খুনের রক্তে মস্তি ,
আমার বিচার সুনিশ্চয়।

তুমি উৎসবের ডাক দিয়েছো?
দিতেই পারো ডাক!
গরু যেমন হাম্বা ডাকে,
কা কা ডাকে কাক।

কিন্তু ডাকের মতো ডাক দিতেও
ডাকাবুকো বুক চাই।
আমার অনশনের ডাকে,
তোমার উৎসবের আশনাই!