শোক সংবাদ
------------
গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি বাংলা-কবিতা আসরের কবি, কবিতা অন্তপ্রাণ,অত্যন্ত অমায়িক ও অতিথিবৎসল কবি রীণা বিশ্বাস হাসি (মৈত্রেয়ী কবি)আর আমাদের মধ্যে নেই। তিনি বিগত 9 ই নভেম্বর 2024, সকালে এই ভবসাগরের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন।উনার স্বামীর সাথে কথা বলে এটুকু জেনেছি তিনি দীর্ঘদিন যাবত মধুমেহ ও হৃদয়ঘটিত সমস্যায় ভুগতেন।মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল 57 বছর। তাঁর এই সংক্ষিপ্ত জীবনে রেখে গেলেন স্বামীসহ এক কন্যাসন্তানকে।এছাড়া বাংলা কবিতা আসরে তাঁর কবিতার সম্ভার যথারীতি ঈর্ষণীয়। 1761 টি কবিতা ছাড়াও আলোচক হিসেবে আলোচনার পাতায় বিদগ্ধতার ছাপ রেখেছেন। তিনি নিজেকে মূখ্যতঃ প্রেমের কবি হিসেবে পরিচয় দিতেন।তাঁর কবিতা পড়ে জেনেছি মানবিক ও ঐশ্বরিক প্রেম আদতে এক ও অভিন্ন। সান্নিধ্যে আসার যেটুকু সুযোগ পেয়েছি তাতে বুঝেছি আজকের দিনে উনার মতো খাঁটি ও নিখাদ মানুষ বিরল।উনার শোকসন্তপ্ত পরিবারের সকলকে সমবেদনা জানাই এবং উনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।