চুপকথা
রণজিৎ মাইতি
-------------
চুপ হয়ে গেছে মানে এই নয় মানুষের ভেতর কোনো কথা নেই;
'থ' মেরে গেছে মানে এই নয় সে ভয়ে জড়োসড়ো।
যেমন ঝেঁপে বৃষ্টির আগে আকাশের মুখ থমথমে,
তেমনি বিদ্রোহের আগে বাতপতাকা জুড়ে বায়ব গুমোট।
সুতরাং ধর্মাধর্ম দিয়ে কখনও কি দমিয়ে রাখা যায় চুপকথা?
বরং সাদা পায়রার মতো আকাশকে চ্যালেঞ্জ জানায় 'থ' মারা ভোর একদিন।
(19-10-2021)