চুম্বন
রণজিৎ মাইতি
--------------
একবার একটি মেয়েকে গভীর চুমু দেওয়ার পর-
সে গাছ হয়ে গেলো।
তার পিরামিড রূপে বুঝেছিলাম-
ওটা সাক্ষাৎ দেবদারু।
গাছটি এখন ছায়া দেয়,ফুল ফল দেয়।
আমিও সেই ছায়াতলে বসে জীবনানন্দে মাখি দু-দণ্ড শান্তি।
যারা বলেন চুমু তীব্র বিষ,কালকূট।
তারা আসলে কালকেঁউটে চেনে,চুমু চেনেনা।
একটা প্রগাঢ় চুম্বন-
মানুষকে গাছ করে দেয়,
মানবী করে দেয়।
(20-02-23)