চরিত্রের মৃত্যু হলে বলা যায় চরিত্র এমন(26-03-21)
রণজিৎ মাইতি
--------------------
চরিত্রের মৃত্যু হলে বলা যায় চরিত্র এমন;
মানুষ তো পাখি নয়;বন্য শার্দুল
কিংবা নয় সে পাহাড়ি ময়াল ভয়াল

পাখি হলে উদয়-অস্তের সাথে গতিপথ স্থির
খুঁটে খেতে খেতে হঠাৎ গোধূলির আগমনে ফিরে যেতো নীড়ে
প্রেমের সৌধ,যেখানে অপত্য স্নেহ ও ফোটে প্রেমের গুঞ্জা
তেমনই নীর হলে বয়ে যেতো তিরতির মোহনার দিকে
স্বপ্নে যার অপার জলধী

আগুনের কথা থাক,ছাপোষা জীবনে নানা অপমান গায়ে মেখে
পুড়তে পুড়তে,সে কি পোড়াতে পারে জীর্ণসংস্কার!
কিংবা ভাসতে কি পারে প্রতিকূল হাওয়ায়

বরং মানিয়ে নেওয়ার নামে এখনও বরফ শীতল;
অসুখী জীবনে স্নানের সর্ষেতেল,কলতলা,কলঘর ও দু-মুঠো সাদা জুঁইয়ে তার যতো সুখ
ভাতঘুমের সেরা পছন্দও অই শীতলপাটি

তবু তার হাঁটাচলা আজও সরল রৈখিক নয়;
পথের প্রতিটি মুহুর্তে বাঁক,বাঁক শেষে বাঁক
সেখানেই সময় সুযোগ বুঝে সহজেই নেয় ইউটার্ণ
এবং পিউরিটান হতে গিয়ে করোনা ভাইরাসের মতো প্রতি পলে পলে তার চরিত্র বদলায়!
যেমন চিনতে পারিনা প্রাচীন বটবৃক্ষের কোনটা আসল কাণ্ড,কোনটা বটঝুরি

অথচ সেও জানে,তার হারানোর মতো কিছু নেই
বর্ণময় চরিত্রের আড়ালে আছে কি তেমন কিছু ফিরিয়ে দেওয়ার?