চিরায়ত(25-05-21)
রণজিৎ মাইতি
-------------
যেদিন বাবা প্রয়াত হলেন
সেই ঝড় এতোটাই ব্যক্তিকেন্দ্রীক কেউই বোঝেনি অভিঘাত;
কতোটা তীব্রতা নিয়ে আছড়ে পড়ছে এই বালুকাবেলায়।
কিংবা যেদিন মা উত্তাল সমুদ্রে ঝড়ের মুখোমুখি,
উজানে খাবি খেতে খেতে লড়ছেন বুক চিতিয়ে
সেই ঝড়ও কেউই বোঝেনি।
যা তছনছ করে দিয়েছিলো ব্যক্তি আমিকে;
বুঝেছিলাম ব্যক্তি মানুষ আসলে ভাঙাকাচ;
আহ্লাদে যতো খণ্ড হয়,তারচেয়ে ঢের বেশি খণ্ডবিখণ্ড হয় বেদনার অশ্রুতে।

অবশ্য সব ঝড় সবার বোঝার কথাও নয়;
বরং যেখানে সংক্রমনের সম্ভাবনা যতোটা প্রবল,ততোটাই দুর্বল ঝড়ের প্রকৃতি।
ব্যক্তিকেন্দ্রীক ঝড়ের পূর্বাভাস থাকেনা বলেই
তা অতিক্রম করে আম্ফান;
জানি যশও ম্লান হয়ে যাবে সেদিনের কাছে।
যখন নেই শব্দটি চিরায়ত,যেকোনো সম্পর্কের মাঝে আদিঅন্তহীন অনন্ত শূন্যতা!