ছায়া রসায়ন(25-12-2019)
রণজিৎ মাইতি
-------------
আজও যতো দৌড়ঝাঁপ
সবই সেই আপন ছায়ার পেছনে!
ঠিক-ভুল কিংবা যেকোনো ধারণা
সমর্থন,সমর্পণ ও বিরহ-বিচ্ছেদে
সূর্যও নয় ব্যতিক্রমী
সারথি নির্বাচন বলো অথবা যেকোনো বিরোধে
খুঁজে নেয় আপন প্রচ্ছায়া !
হয়তো তাই,আকাশে অগণন সুখসন্ধিৎসু অথচ দুর্বল নক্ষত্ররাজি আজীবন থেকেছে নীরব