ছারখার
রণজিৎ মাইতি
-------------
তুমি যখন ওপার জুড়ে,এপারেতে আমি;
সূর্য যখন অস্তাচলে,চাঁদেরই ভণ্ডামি।
আমি যখন ওপার জুড়ে,এপার জুড়ে তুমি;
কয় না কথা সাক্ষিগোপাল,সাক্ষাতে ধার্ষ্টামি।
অথচ দুইপারেরই মাঝে আছে,একটি পারাবার।
উনিশ-বিশ হলেই হয়,সবকিছু ছারখার!