ছলাকলা(08-01-22)
রণজিৎ মাইতি
---------------------
বারোটা ত্রিশের লঞ্চ
জেটিঘাট নয় সে সুদূর
যখন তোমার সকাল
আমার মধ্য দুপুর

তুমি ভেজো স্নিগ্ধ রোদে
আমি ভিজি প্যাচপ্যাচে ঘামে
কিভাবে শুকোবে ভেজা চুল!
ভাবতে ভাবতে রাত নামে।

লঞ্চ এসে ভিড়েছে জেটিতে
তুমি নামো গটগট পায়ে
আমার হাঁটু জুড়ে বাত
ফিরে যাবো সময়ের নায়ে

'তুমিও কি আমার সাথে যাবে ফিরে!'
যায় কি এমন প্রশ্ন তোলা?
যে তরীর নোঙর যে ঘাটে
সেই ঘাটে তার ছলাকলা।