ছাদহীন(30-04-21)
রণজিৎ মাইতি
-------------
মানুষের হাতে আজও তেমন কোনও আলো নেই;
তাই নিজেকে দেখতে পায়না
যদিও তারা এটাই জানেনা!

মানুষের হাতে আজও তেমন কোনও মহাসাগর নেই;
তাই চারপাশে ঢেউহীন অথই অতল
হয়তো তারা জানে না এটাই ।

মানুষের হাতে আজও নেই তেমন কোনও সর্বগ্রাসী আগুন;
তাই অগ্নিমান্দ্য রোগে কাতর।
হয়তো তারা এটুকু জানেনা।

হয়তো আলো,হাওয়া,জল ও আগুনহীন জানেনা বলেই
তারা আজও ছাদহীন;

তাই সান্ধ্য টকশোয়ে একান্তে আসর মাতায়
তাই নিঃষ্প্রদীপ দ্বীপ মৃতবৎ বেঁচে থাকে ছাদহীন জীবন খাতায় ।