চাটুকার ও মার্জার (লিমেরিক)
রণজিৎ মাইতি
-------------
চরকার দোষ দেখিনা দোষটা চাটুকারের
অভ্যাস যার তেলমাখানো দেখে না ঘর-পরের
তেলটা হাতে পেলেই হলো
দাঁড়িয়ে আছে নানান হুলো
ক্ষমতা লোভী মার্জার তো মাছের লোভেই ঘোরে।।