চরিত্র(লিমেরিক)
রণজিৎ মাইতি
-------------
যেমন লাউয়ের তেমন বিচি পেটায় আপন খোল
বোঝার জন্যে রূপ লাগে না বচনই তার বোল
কয়লা যেমন রূপে কালো
কখনও কি হয় ধুলে ধলো
বন্যদের ওই বনই প্রিয় শিশুর মায়ের কোল।।