চাওয়া-পাওয়া
রণজিৎ মাইতি
-------------
যদি পাখি হতে চাইলে পাখি হতে পারতাম
কিংবা রামধনুর কথা ভাবলে রামধনু
তবে আমার পুচকির হাতে তুলে দিতাম ওর কাঙ্ক্ষিত যা যা

অবশ্য এতোদিনে আমার রোদসীও জেনে গেছে
'সম্ভব' শব্দটি কতোটা করুন
বুঝে গেছে বড়োদিনে সান্তাক্লজ দাদুর উপহার গুলো এক একটি মোক্ষম ভাঁওতা
এই মেঘ,ঝরে পড়া প্রতিটি বৃষ্টি ফোঁটা
অথবা যা যা হাতের কাছে পাই।

তবুও কেউ কেউ আকাশ হতে চায়;
চাকরি প্রত্যাশী ওই বেকার ছেলেটির মতো
বাতাস,আগুন,জল হতে চায়।

যদিও জানে,জ্বলে ওঠার আগে যেভাবে নিভে যায় কল্পনাপারদ
সেভাবে অচিরেই মরে যায় চাকরির আকাঙ্ক্ষা!

(05-08-21)