চাওয়া  (17-05-2020)
রণজিৎ মাইতি
-------------
প্রতিটি চাওয়ার পেছনে আর একটা চাওয়া থাকে;
যেমন গাড়ি,বাড়ি,- - - - - ও  ব্যাঙ্ক ব্যালেন্সের পেছনে জাগতিক সুখ।

আমি 'দেশ' চেয়েছি;না,ঠিক দেশও নয়
দেশ মানে সীমাবদ্ধ মাটি !
তবে কি রাষ্ট্র ? রাষ্ট্র তো বিমূর্ত ধারণা !
আসলে দশের আদলে দেশের মুখ।

যার উৎসমুখে ফুটে আছে থালাভর্তি দুধসাদা জুঁই।