চন্দ্রাভিযান
রণজিৎ মাইতি
-------------
মাঝে মাঝে আমি তোমার ভেতরে করি ল্যাণ্ড;
ঠিক অই ল্যাণ্ডার বিক্রমের মতো।
বিক্রম জানতে চায় চাঁদ,
বুঝতে চায় শূন্যতা কতোটা গভীর হলে হওয়া যায় প্রকৃত তাপস!
কিন্তু আমি জানতে চাই নিজেকে,
আপনাকে বুঝতে হলে প্রতিফলকে ডুব দিতে হয় বারবার।
তীব্র ব্যথার অনুভূতি ছাড়া কেউ কি চাঁদ হতে পারে;
রচনা করতে পারে অনন্ত শূন্যতা,চর,চরাচর?