চন্দন
রণজিৎ মাইতি
-------------
কখনও কাউকে বলিনি আমার বাবা অত্যন্ত সৎ মানুষ;
কিংবা বলিনি আমরা বিদ্যাসাগরের বংশধর।

যেটুকু শিক্ষা পেয়েছি
তাতে জানি,ঢাক-ঢোল পিটিয়ে আত্মপ্রচার আসলে বড্ড হীন কাজ;
গন্ধই চিনিয়ে দেয় কোনটি চন্দন ও কোনটি গাঁধাল।

যদিও আজকাল কিছু কিছু গাছ বিজ্ঞাপনকে করে নেন ধ্যান জ্ঞান;
যারা চরিত্রে বিছুটি,অথচ দেখায় চন্দন!

(18-02-22)