ব্যঘ্রবতার
রণজিৎ মাইতি
--------------
ধরুন নুন্যতম নিরাপত্তা ছাড়া আপনি সুন্দরবনে গেলেন মধু সংগ্রহে।
যেই না আপনাকে নাগালে পাওয়া,-
একটা ক্ষুধার্ত রয়েলবেঙ্গল টাইগার তেড়ে এলো আপনার দিকে।
অনিচ্ছাকৃত আপনি দৌড়ালেন,যেহেতু বাঘ মৃতপশু শিকার করেনা।
তখনই বাঘ আপনার ঘাড় মটকে পান করলো তাজা খুন।
হয়তো পুরো চিত্রনাট্য অবিশ্বাস্য মনে হতো;
কিন্তু আপনি হিরণ্যকশিপু,
তাই প্রাণ ত্যাগের আগে সবাইকে চমকে দিয়ে বললেন,-
"হে তারণ,হে নৃসিংহঅবতার,তুমিই আমায় বাঁচালে!
এখন তুমি আমার সব নাও।
ক্ষুধা নাও,তৃষ্ণা নাও।কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য্যও নাও।"
এটাই যদি আপনার দর্শন হয়,আপনি ভগবান নিশ্চিত।
কিন্তু মানুষ হাড়-মাংস কড়মড় করে চিবাতে ভীষণ ভালোবাসেন;
সুযোগে মেধাও চেবায়!