বুদ্ধিজীবী(25-03-22)
রণজিৎ মাইতি
---------------------
আপনি কাউকে বলতে পারেন না-
'পুড়ে মর';

কিংবা-

'তোর ভিটেয় ঘুঘু চরুক'!

শাপ শাপান্তের আগে-
বাস্তুঘুঘুও ভাবেন পাঁচ,পাঁচশ বার।

কিন্তু কেউ কেউ দিচ্ছেন এমনই নিদান;
সঙ্গে জড়িয়ে যাচ্ছে রাষ্ট্রের নাম!

অথচ কি আশ্চর্য!
আমরা বুদ্ধিজীবীরা সুখস্বপ্নে পান চিবোচ্ছি;
ও প্রতিটি ঘণ্টা মিনিট সেকেন্ড ওঁত পেতে আছি-
খ্যাতিনামক শিকারের অপেক্ষায়!!