বৃক্ষ শরীর (17-11-2020)
রণজিৎ মাইতি
------------
আমরা যেভাবে সুখের রংমশাল পোড়াই
সেভাবে কি পোড়াতে পারি দুঃখের ফুলঝুরি ?
অথচ কি গভীর ভাবে চেয়েছি দুঃখ পুড়ুক
বিগত শোক,অপমান ও অনাদর,---ঠিক সুখের মতোই
কি আশ্চর্য!যদিও আমাদের চাওয়া-পাওয়ার উপর সবকিছু নির্ভর করেনা
দিনশেষে সুখ পোড়ে,দুঃখ পোড়েনা
বরং ছাইয়ের গাদার উপর চিরহরিত্ বৃক্ষের মতো বেড়ে ওঠে দুঃখ চারাটি
ঠিক উঠোনে গজিয়ে ওঠা লাউ চারাটির মতো
কখনও কি তেমন বৃক্ষশরীরে ফোটে অ-শোক ফুল ?