বৃক্ষ নিজেই জানেনা(24-09-21)
রণজিৎ মাইতি
-------------
কেন এসেছে পৃথিবীতে বৃক্ষ নিজেই জানেনা;
জানেনা,না-জানা শেকড় কতোটা গভীর!
সে যে পৃথিবীতে অম্লজান বিলোতে এসেছে সেটাও কি জানে?

জানেনা সুখ নয়,দুখের পাহাড় খুঁড়তে এসেছে
ব্যথারঅশ্রু বুকে,প্রেম দিয়ে,ভালোবাসা দিয়ে রাঙাতে এসেছে পৃথিবীর মাটি জল ঘাস আকাশ বাতাস---

অথচ সেটাই সে জানেনা নিজেই;
তাই সুখের অশ্রু দিয়ে অধরা আকাশ রাঙায় চিরকাল!