বলিরেখা(22-03-22)
রণজিৎ মাইতি
--------------------
আমি চোরের মুখে শুনেছি সুমিষ্ট সাধুবচন;
তেমনি সাধুবাদের আড়ালে দেখেছি মিছুরির ছুরি!
এখন মনে হয়---
আকাশ ও মানুষ,বাতাস ও বাতপতাকার অভিমুখ এক;
যাহাদের লাল-নীল নির্দিষ্ট কোনো অবস্থান নেই!
যেমন,---
যখন আমার মা পদ্য লিখতেন,আমি ভরিয়ে দিতাম গদ্যের খাতা।
যখন আমি লিখছি পদ্য,মা আঁকছেন বলিরেখা!