বলেছিলাম ---- (30-03-2020)
রণজিৎ মাইতি
-------------

বলেছিলাম,----
            একটু ধৈর্য্য ধরুন।
বলেছিলান,----
           একটু সংযত হোন।
ঈশ্বর ও প্রকৃতি তো আসলে এক ও অভিন্ন!

মানুষ এসব কিছুই শোনেনি।
মানুষ এসব কিছুই শেখেনি।
বরং বিড়ির ধোঁয়ায় ভরেছে ফুসফুস !

সুতরাং যা হওয়ার তাই-ই হচ্ছে,
ভয় নামক অশরীরী ঠিক মানুষের পেছনে পেছনে !