বোধিবৃক্ষ (21-02-2020)
রণজিৎ মাইতি
-------------
যবনিকার অহঙ্কারেই কেটে যাক আমাদের বেলা-অবেলা-কালবেলা;
এই বেদুইন মন ও মনন।

কখনও কি ভালো লাগে অকাল ভৈরব ?
শীতে মল্লার কিংবা বেহাগ
যদিও কেউ কেউ চুপিসারে ওড়ায় ফানুস
ভেসে যায় উদভ্রান্ত বসন্তে !

আমি ধীক্ বলি,গোধূলিরঞ্জক
আলোফুলে চুমো রেখে যাই প্রগাঢ় শ্রদ্ধায়
একান্তে বোধিবৃক্ষ ছুঁয়ে মূলত্রে পৌঁছাই ওহে অরুণিমা
আসলে সূর্যমুখী এক মৌলিক ফুল,প্রেমিকপ্রবর।