বিত্ত
রণজিৎ মাইতি
-------------
শুনেছি যে হারুকাকা একসময় আগুন চিবিয়ে খেতো;
সেই তিনি এখন আগুনকে ভীষণ ভয় পান!
কখনও জলের সামনে দাঁড়ান না,
আর বাতাসের সোঁ সোঁ শব্দ শুনলে পূর্বের হারুকাকা কেমন নিভুনিভু!
শুনেছি,নির্ভিক হারুকাকার হারানোর কিছুই ছিলো না;
ঘটিবাটির সংসারে সম্পদ বলতে মা ও ফুটো চাল।
এখন তাঁর বিচরণ সব পেয়েছির দেশে;
তেজস্ক্রিয় বউয়ের সাথে সমান তালে বেড়েছে বিত্তও।
কিন্তু চড়চড় করে চড়ছে ভয়ের পারদ!
আশ্চর্য,এখন দরজা-জানালা বন্ধ করে
২৪ ঘণ্টা বসে থাকেন ঠাকুর ঘরে;
ঘনঘন কলঘরে যান!
(17-04-22)