বিশ্বাস
রণজিৎ মাইতি
-------------
আমার অফিসে যে ছেলেটি ঝাড়পোছ করে,তার বিশ্বাস...
আমি তার চেয়েও বড়ো;
এবং আমার বস,কিংবা আমার বসের বস তার কাছে হিমালয়।
হয়তো পাটিগণিত নির্ভর জীবনের
এটুকুই সরল পাটিগণিত।
যার হাত ধরে শুরু নক্ষত্রজন্ম।
তাই তাকে বিশ্বাস করাতে পারিনা..
আসমুদ্র হিমাচলের উপরও বসে আছেন কেউ একজন;
যিনি বিশ্বাস করেন বাবার বাবা হওয়ার জন্যে প্রয়োজন চরম আত্মবিশ্বাস।
বাদবাকি সবার পটিই দুর্গন্ধময়,
সবার টয়লেটেই অ্যামোনিয়ার তীব্র ঝাঁঝ।
(23-05-22)