বিস্ময়
রণজিৎ মাইতি
-------------
আজন্ম ঈশ্বরের চারপাশে ঘুরছি,
তবু তাঁকে চিনতে পারিনি।
তাঁর শ্রম ও মেধা কতোটা সবুজ,কতোটা-
উর্বর করে তুলছে প্রতিটি সন্তানে।

সবাই তো আর নিউটন নন,
তাই মাধ্যাকর্ষণের সামনে দাঁড়িয়েও সে অন্ধকানাই।
আজও উপলব্ধি করতে পারে না অমোঘ মাধ্যাকর্ষণ।

অথচ আজন্ম ঈশ্বরের চারপাশে ঘুরছি;
ঈশ্বরও ঘুরছেন স্নেহের সন্তানের চারপাশে অনাদিকাল।
কিন্তু কেউ কাউকে চিনতে পারছে না,
কেউ কাউকে কোনও দিন চিনতে পারবে ব'লে মনেও হয়না।

তা না হলে-
কেন দিন দিন গজিয়ে উঠছে বৃদ্ধাশ্রম,
কেনো ব্যাঙের ছাতার মতো জন্ম নিচ্ছে এতো এতো অনাথআশ্রম!