বিড়াল তপস্বী (02-12-2017)
রণজিৎ মাইতি
--------------------
দেখছি যতই শুনেছি যতই
হচ্ছি অবাক বেশ
পুড়ছে শিশু পুড়ছে মাংস
এটাই এখন দেশ
ক্ষরিত লার্ভা ছড়াচ্ছে আঁচ
জ্বালামুখে শিশু
শিক্ষক নয় ডাক্তার নয়
বলতে পারি পশু
মানুষ নাকি সভ্য জাতি
অসভ্য আর সবাই
পশু বলে দেই দেগে দিই
মুখে করি বড়াই
যখন দেখি অবোধ শিশু
লালসার স্বীকার
সভ্যতার সব অহংকার
নিমেষে চুরমার
দেখছি যতই শুনেছি যতই
হচ্ছি অবাক বেশ
বিড়াল তপস্বী,বকধার্মিকে
ভরে গেছে দেশ ।।