বীর থেকে বীরা
রণজিৎ মাইতি
---------------------

এই পৃথিবীটা কিছু দুষ্টু,কুচক্রী ও মাংসাশী জীবের চারণভূমি;
যদি তাদের বীর বলো,তবে তারা বীর।
গহীন জঙ্গলে বাঘ অথবা পশুরাজ সিংহ যতো নিরাপদ
হরিণ কখনও নয় ততো নিরাপদ।
ধূর্ত শেয়াল,হায়না কিংবা ফেউ যতো আনন্দে থাকে
কখনও ততোটা আনন্দে থাকেনা বন্য শুয়ার,মোরগ।
তোমার কি ধারালো দাঁত আছে? হিংস্র নখ?
কিংবা বন্দুক-রাইফেল?
হিরোশিমা-নাগাশাকি করতে চাইলে-
একটা মহাশক্তিশালী পারমাণবিক বোমা তোমাকে বানাতেই হবে,
নিরীহ জীবদের শাসনে রাখতে চাইলে
এসবের বড়ো প্রয়োজন,
নিদেনপক্ষে চাই একটা ক্ষুরধার ধুরন্ধর মাথা।