বিদূষী আগুন(25-06-21)
রণজিৎ মাইতি
-------------
তুমি গ্লোব ঘুরিয়ে ঘুরিয়ে পৃথিবী চেনাও!
কোথায় পাহাড় আর কোথায় সাহারা;
কতোদূর বিস্তৃত প্রশান্ত মহাসাগর;
কিংবা শস্য শ্যামল কৃষি খেত জুড়ে সুখের ঢেউ।
আমি ঢেউ খুঁজিনা;
যেভাবে ঢেউ খুঁজে খুঁজে আসে বালুকাবেলা
সেভাবেই তোমাকে পৃথিবী ভেবে
তোমার ভেতরে খুঁজি গভীর অতলান্তিক;
আর একটা অশান্ত মহাসাগর।
জানি,শান্ত নদীজল কখনোই নয় দ্রোহের আঁতুড়;
বরং বিদূষী আগুন চিরকাল শান্তিজল ছড়ায় উঠোনে।