বিছুটি(01-07-22)
রণজিৎ মাইতি
-------------
এই সেদিন হঠাৎ কিছু আগাছা একটি বিছুটি গাছকে বলা শুরু করলো চন্দন;
তাই দেখে মিডিয়াও তালে তাল মিলিয়ে করলো হুক্কা হুয়া।
রাতারাতি গাছটিকে ঘিরে গড়ে উঠলো মন্দির।

ভক্তকুলে যারা কুলিন,তারাই হয়ে গেলো স্বঘোষিত শাস্ত্রজ্ঞানী কুলপুরোহিত।
একটু জাঁকিয়ে বসার পর তারা নিজেরাও কারণ বারি পান করেন,
আবার কখনো কখনো নেশার ঘোরে ঢেলে দেন বিগ্রহ মুখে!
উৎসাহের আতিশয্যে ভক্তকুল ছোঁড়েন ফুল বেলপাতা।
কেউ কেউ বলেন সাক্ষাৎ জগদম্বা,
কেউ বলেন মা সারদা।
অবশ্য শাস্ত্রজ্ঞ
পুরোহিতকুল বলেন আধুনিক অর্ধনারীশ্বর।

এখন বিগ্রহ বিছুটি গাছটিকে ঘিরে গজিয়ে উঠছে অসংখ্য সদ্যজাত বিছুটিচারা।
তাদের স্পর্শে অধুনা প্রখ্যাত চিন্ময়ীরও চুলকায় সারা শরীর
কিন্তু না পারেন গিলতে,না পারেন উগরাতে!

শুনছি গণতন্ত্রপ্রেমী বিছুটি চিরকাল পাঁচজনকে নিয়ে চলতে ভালোবাসেন;
যতোই ভেঙে পড়ুক জঙ্গলের বাস্তুরীতি,কায়েম হোক জঙ্গলরাজ!