ভোর ও ভোরাই(01-01-2020)
রণজিৎ মাইতি
--------------------
সত্যি বলছি কেউই চাইনি অলৌকিক ভোর
জানি এখানে ললিপপও প্রতুল নয়।
তবে কিভাবে চাইতে পারি দামি চকোলেট!

তবু লালের প্রসঙ্গ এলে
নমুনা স্বরূপ দিই রক্তের দোহাই
চিকেন পানসে,তাই রেডমিট

উফঃ আমরাও এতো লালায়িত  
ঘুমপাড়ানি গান থেকে জাগরমন্ত্রেও এসে যায় কোনও মধুবালা !
বলো,সেই কণ্ঠে ভোরাই কি হতে পারে কখনও মধুর?