ভিখারী হতে পারিনা(17-07-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি ভিখারী হতে পারিনা
বলতে পারি না দাও দাও
চাল দাও ডাল দাও কিছু কলা মুলো দাও
উজাড় করে দাও ভাব ভালোবাসা

যারা লক্ষ আমানত রেখে স্বভাবে ভিখারী
অচিরেই হারায় তারা আপন কৌলিন্য
দ্বিজ তো ভিখারী নয়,বরং ত্যাগের মহিমায় দ্বিজ আপনি উজ্জ্বল
যেমন প্রেম ভালোবাসা

প্রেমে কখনও ভিখারী হতে নেই;হওয়াও যায়না  
বরং পাকা ফল রসিক নাগর পেলে কোলে এসে পড়ে
ধরা দেয় আপন ইচ্ছায়

বাজাও,বাজাও মোহনবাঁশি কদম্বের তলে
অধ্যাবসায় দিয়ে জয় করো রাধীকার মন
কিংবা কলম্বাসের মতো পাড়ি দাও
অচেনা গন্তব্য নিশ্চয়ই একদিন ধরা দেবে আমেরিকার মতো

প্রকৃত প্রেমিকাও ভালোবাসে সামগ্রিক,কব্জির জোর