ভয় হয়
রণজিৎ মাইতি
-------------
যে পাখিটি উড়তে চায়,
তাকে বন্দি ক'রো না।
নদীর জল আটকে দেখেছো কখনো?
কিভাবে তার হৃদয় ফুলে ফেঁপে ওঠে,
বদহজম শুরু হলে বসে থাকতে হয় বাথরুমে।
সুতরাং অভিভাবকত্বের দাবি নিয়ে তাকে বন্দি ক'রো না;
যার যেথা ভালোবাসা তাকে সেথা যেতে দাও।
ভয় হয়,আজকাল চারপাশে পাখিপড়া শুরু হয়ে গেছে;
যেভাবেই হোক,ইঁদুর দৌড়ে হতে হবে প্রিয় পাখিকে প্রথম!