ভয়(21-11-21)
রণজিৎ মাইতি
-------------

জীবনে কতোবার আয়নার মুখোমুখি দাঁড়িয়েছি
মনে পড়ছে না...
কতোবার আয়না নিজে নিজে সচল হয়েছে

আত্মদর্শনে এতো ভয় পায় মানুষ!

অথচ মানুষের ভেতর ইন বিল্ট একটি থার্মোস্টেট ছিলো;
যেমন আছে নিজস্ব আরশি।