ভাতফসলের রেণু
রণজিৎ মাইতি
-------------
একটা বাড়ি তৈরি হয়ে যাওয়ার পর তাকে রক্ষণাবেক্ষণ করতে হয়;
যত্ন নিতে হয় বই,খাতা ও বাড়ির প্রতিটি আসবাব।
সম্ভবত টিকে থাকার এটাই প্রধান শর্ত

সম্পর্ক তো চিরহরিৎ বৃক্ষশরীর
তাকেও বাঁচিয়ে রাখতে গেলে
পাদমূলে দিতে হয় জল,সার ও কীটনাশক
তখনই ছড়িয়ে পড়ে ভাতফসলের রেণু।

এই যে এখন এতো কথা,
দেশ আছে,অথচ ভাত নেই,কাপড় নেই,চালচুলহীন
সেসবের কারণও ঐ একটাই

আমরা ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করতে পারিনি;
নতুবা জানিনা,কিভাবে যত্ন নিতে হয় প্রত্ন নিদর্শন
তাই তাসের ঘরের মতো ভেঙে গেছে
স্বাধীনতা নামক সুখের প্রাসাদ!

(15-08-21)