ভালোবাসা ও চকোর জলধী (11-06-2020)
রণজিৎ মাইতি
-------------
মানুষ নিন্দা করতে বড়ো ভালোবেসে
মানুষ প্রশংসা করতে ও শুনতেও বড্ড ভালোবাসে
মানুষ সবচেয়ে যেটা বেশি ভালোবাসে তার নামটিও সেই ভালোবাসা
হে প্রেম,তুমিও মদিরা রূপে তাই কি অমর ?
এই যে মাথার ঘাম পায়ে ফেলে বাগান সাজাই
ফুটে ওঠে দু-একটি গোলাপ,কখনও অসংখ্য
সেও কি নয় গোলাপের প্রতি তীব্র ভালোবাসা ?
যদিও ভালোবাসার তালিকা দীর্ঘ হতে হতে শেষে ফর্দটাই সম্পূর্ণ ফতুর
নারী-ফুল-জল ও চকোর জলধী!