ভালো রে ভালো(07-09-21)
রণজিৎ মাইতি
--------------------
পটির সময় বাথরুম ভালো
ঘুমের সময় বেডরুম
প্রাতরাশে ভালো ডাইনিং রুম
বলেছিলো প্রিয় রুমঝুম

আমাকেও তার খুব ভালো লাগে
যখন পকেট ভর্তি
শূন্য পকেট দেখলেই নাকি
জ্বলে যায় তার পিত্তি

কাজের সময় সোহাগ আদর
কাজ ফুরোলেই পাজি
জগত যদি এইভাবে চলে
বাড়বে দুঃখরাজি

মাচা ভরা লাউ,খেতে সুস্বাদু
তাই যত্নআত্তি সেথা
মাকাল দেখলে করি দূরছাই
গরমা গরম মাথা

প্রেমটাও নাকি এমনিতর
প্রয়োজনে কাছে আসা
তবু কতো রঙ,রস দিয়ে বলি
এরই নাম ভালোবাসা!