ভাগ্যিস আমার মাথা নেই
রণজিৎ মাইতি
-------------

কিছু কিছু মানুষের হাত আছে,পা আছে,কিন্তু মাথা নেই
তারা মোট বয়,রিক্সা টানে,কলকারখানা ও খেত-খামারে কাজ করে
শুষ্ক মরুভূমির বুকেও ফোটাতে পারে হাসিজুঁই

কিছু কিছু মানুষের উন্নত মাথা আছে,কিন্তু উদার মন নেই
তারা কখনো মাঠে নামে না,কিন্তু ঠান্ডা ঘরে বসে ঠান্ডা মাথায় করে মানুষ খুন

ভাগ্যিস আমার মাথা নেই;
কেবল হাতুড়ি পেটানোর মতো--
                         দুটি শক্ত হাত আছে,
আর উদার মন।

(28-2-22)