ভাব ও অভাব(14-05-2020
রণজিৎ মাইতি
-------------
মাঝে মাঝে অভাবের মাঝে ভাবের তরঙ্গ খেলে যায়।
ভেজায় বালুকাবেলা একান্তে নির্জনে

তবুও তোমায় আমি ডাকিনি সোহিনী,তুমিই এসেছো।
ভাবের সমুদ্রে এসে হেসেছো খিলখিল

জানি নদী কখন কতোটা করে ছলাৎ ছলাৎ
কতোটা দুর্বার তার তুলোট বুনোট,বুনিয়াদ

তাই ভাবে ডুবি নিজের মতোন
জল ছুঁই,ছুঁই ছুঁই করে
কখন যে কে কোথায় কার কাছে জলচল হয়ে যায় কেউই জানেনা

অভাবী চাঁদও কি কখনও কারুর কাছে মূল্য পেয়েছে ?
বরং দিন শেষে ধুলোয় গড়াগড়ি খেতে খেতে   ধুলো হয়ে গেছে
হায়,কেউ নেই জীর্ণ মলিন সে শরীরে হাত বোলাবার !
কেউ নেই মাথায় উপরে হাত রাখবার !

তবে কেনও তুমি এসেছো সোহিনী অভাবী জোৎস্নার কাছে ?
জেনো,হাসবার মতো মানুষের অভাব ভূভারতে কোনও কালে ছিলোনা,আজও নেই