"বউয়ের এখন খুঁত ধরিনা " কবিতায় কবি খসা হক একটু রম্যতার মধ্যে সত্য ফুটিয়েছেন । এবং সত্য উপস্থাপন করতে গিয়ে খুব সুন্দরভাবে কবিতায় মায়ের বধু জীবনের অবস্হার কথা তুলে ধরেছেন।
একটি মেয়ে যখন পিতৃগৃহে থাকে সাধারণত তাকে ঘরকরণার কাজ করতে হয়না । সবকিছুই মা , ঠাকুমা বা মাতৃতুল্য যারা পরিবারে তারাই করেন ।বর্তমান মেয়েরাও ছেলেদের সাথে সমান তালে স্কুল কলেজ যাচ্ছে , চাকরি করছে । ফলে তারা রান্না বান্নায় অভ্যস্ত নয় । মা তাই যথার্থই বলেছেন নিজের মেয়েকে বিয়ে দিলে বুঝতে পারবি । এভাবেই বৃদ্ধা নিজের ছেলেকে শিক্ষা দিতে চেয়েছেন । এবং খুব সুন্দর ভাবে মা ,বউ ,মেয়ে অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কে আনয়ন করেছেন । তাই ছেলেটি শেষে উপলব্ধি করেছেন রান্না শেখার ও কিছুটা সময় লাগে তাই তিনি বউয়ের এখন খুঁত ধরেন না । তাতে গৃহ শান্তি ও বজায় থাকে । তাই বলতে পারি কবিতার নামকরণ ও যথার্থ ।
এত সুন্দর কবিতা আমাদের উপহার দেওয়ার জন্যে কবি খসা হককে এমন বৃষ্টি সজল দিনে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই।