বস্তি ও নক্ষত্র(22-01-2020)
রণজিৎ মাইতি
-------------
বস্তি মানুষকে মহান হওয়ার সুযোগ করে দেয়
বস্তির হাত ধরে আগ্নেস হয়ে ওঠেন মাদার টেরিজা
নোবেল লরিয়েট থেকে সন্ত

হয়তো সেই কারণে আমরাও বাঁচিয়ে রাখি এই প্রত্ননিদর্শন ভারতআত্মায়
সবুজ শস্যের খেতে যেমন জন্ম নেয় নতুন নতুন স্বপ্ন
তেমনই অভিনব শ্লোগানের উৎকৃষ্ট আঁতুড় দারিদ্র্যতার স্পর্শধন্য অন্ধকার ঘর

আসলে মানুষে মানুষে যাপনের বৈপরীত্যে জন্ম নেয় তারকা শব্দটি
যেই দেশে যতো বস্তি সেই দেশে ততোধীক নক্ষত্র জন্মের সম্ভাবনা আছে