বসন্ত(28-02-21)
রণজিৎ মাইতি
--------------
পলাশ ফুটতে দেখলে কেউ কেউ মনে করেন বসন্ত এসে গেছে;
কেউ কেউ আবার এক করে দেখেন শিমুল,রাধাচূড়া ও কৃষ্ণচূড়া।
যেমন ময়ূরের বিস্তৃত চারু কলাপ ও কদম্বের সাথে বর্ষার যোগ
অবশ্য আমি যোগ-বিয়োগ বুঝিনা
আমার যোগাযোগ মাধ্যম অই দখিনা বাতাস;
স্থান কাল নিরপেক্ষ উতল হাওয়া
যখন হৃদয়াকাশে কুহু কুহু ডাকে প্রেমিক কোকিল
কিংবা প্রেমের বিউগল বাজে অনন্ত অনন্তে।
তখনই বসন্ত জাগে এই আবাদি জমিতে
হয়তো তখনই একে একে ফুটে ওঠে শিমুল পলাশ
কিলিয়ে কখনও কি পাকানো যায় কচি এঁচড় ?
তাই,যখন আমার বসন্ত আসে তোমার আসেনা
যখন তোমার বসন্ত,হয়তো আমার আকাশ জুড়ে অসহ নিদাঘ