বর্ষা(23-06-2020)
রণজিৎ মাইতি
-------------
বর্ষা তুমি বর্শা তো নও
হৃদয় জুড়ে প্রেমের আতর
তাই পৃথিবী পাগল প্রেমিক
তোমায় ছাড়া হৃদয় কাতর।।

বর্ষা তুমি মেঘ টুপ টুপ
শান্ত করো হৃদয় ব্যথা
যখনই ঝরো অঝোর ধারায়
জুড়িয়ে যায় আগুন কথা।।

বর্ষা তুমি দহন দিনের
আকাশ জুড়ে আশার বাণী
স্বপ্ন নিয়েই বাঁচে আকাশ
বীজতলাতে নেই শয়তানী।।

ক্ষেত্র যখন চাতক চকোর
উদাস নজর আকাশ পানে
তুমিই তখন শুনিয়ে যাও
মেঘ মল্লার কানে কানে।।

সেই সুখেতে বীজতলাটির
চনমনে মন,মনন সবুজ
উল্লাসে তার হৃদয় নাচে
মন ময়ূরীর মতোই অবুঝ।।