বড়ো কথা
রণজিৎ মাইতি
--------------------
কে ক্ষমতায় এলো
সেটা মোটেই বড়ো কথা নয়;
সেটাও বড়ো কথা নয়
কে কে আসেনি ক্ষমতার বৃত্তে।

বরং ব্রেকিং নিউজ সেটাই--  
শিশুরা কি মনের আনন্দে খলবল করতে করতে এখনও যাচ্ছে স্কুল,
অথবা পর্দানশীন আজও কি নির্ভয়ে ঘোমটা সরিয়ে কোলের শিশুকে চেনাচ্ছে রামধনু,
মুক্তমনে ঘুরছে হাটে- বাজারে,মাল্টিপ্লেক্স ও শপিং মলের দরজায়?
কিংবা আপনি কি হক কথা বলতে পারেন প্রকাশ্য রাস্তায়?

এগুলোই তো হওয়া উচিত আলোচ্য বিষয়;
কারণ শাসকের রক্তচক্ষু কোনও কালে এগুলো মানতে পারেনি;
বরং ক্ষমতার অলিন্দ ঘিরে যুগে যুগে জন্ম নেয় প্রাণঘাতী বোমা!