বারবেলা (03-06-2020)
রণজিৎ মাইতি
-------------
আমি কে?কোথা হতে আসা?
কতোদূর যাবো ? কিংবা যেতে পারি কতোটা সুদূরে?
এভাবেই আত্মানুসন্ধানে কেটে যায় আমাদের আপ্লুত বারবেলা!
যদিও মুখে কোরাসে বলি লকডাউন লকডাউন,অন্তরে করোনা।

অবশ্য কেউ কেউ কর্মবীর,দর্শনে না মজে
মৃত্যু দু-পায়ে মাড়িয়ে আত্মনিয়োগ করে আপন বাগানে
ফোটায় কুসুম,যার কোনও আলপথ নেই
যেখানে মোহময় অলিগলি,অমর ভালোবাসা আছে চিরন্তন!