বন্ধু  (10-10-2020)
রণজিৎ মাইতি
-------------
যারা রোজ রোজ অপমান করেন তাদের বন্ধু ভাবতে ভীষণ ভালোবাসি;
ভালোবাসি,যারা ছিদ্র খুঁজে বেড়ায় গাছের শাখা-প্রশাখায়
পাতায় ও শিরায় শিরায়

জানি,এই পৃথিবীতে স্তুতিকারের কখনও অভাব হয়না
যারা ভুল কাজকেও সমর্থন করেন তারা কখনও বন্ধু হতে পারেননা
দেখেছি একটা ক্ষতিকারক পোকা অনেক সময় সাবধানী করে দেয়

সুতরাং বলুক না কথা 'কু' ডাকা পাখিটা মনের খেয়ালে
রাজার বিরুদ্ধে কথাবলা সেই নাকউঁচু প্রিয়   টুনটুনি পাখিটিকে আমি আজও খুঁজি আনাচেকানাচে

আসলে ভালোবাসার তালিকা যতো প্রলম্বিত হয়
ততোই চওড়া হয় আমার আয়না !!