বমন
রণজিৎ মাইতি
-------------
আমি হাঁ করলে আমার ভেতরটা স্পষ্ট দেখতে পাও;
একটা অভুক্ত রাত ও কুকুরের লড়াই যতোটা সুস্পষ্ট।

অবশ্য নির্দায় হতে তুমি পাশ কাটিয়ে যাও
পাছে তোমার ভেতর বেরিয়ে আসে তোমারই বমনে

হাঁ,এরই আধুনিক নাম নাগরিক সভ্যতা
পাড়ায় পুড়ছে স্টিফেন কোর্ট,কেউ নেই ত্রাতা!

(10-08-21)